
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) গুজরাত পুলিশ (Gujarat Police) হেনস্থা করছে। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে নির্বাচন সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যায়ভাবে তাঁর জামিনের বিরোধিতা করা হচ্ছে।
এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে আজ ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি লিখে হেনস্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তবে এদিন সন্ধ্যায় দ্বিতীয় মামলাতেও জামিন পান সাকেত।
আজই তৃণমূলের একটি প্রতিনিধি দল আমদাবাদ যায় গোখলের সঙ্গে দেখা করে মামলার তদারক করতে। তৃণমূলের জাতীয় মুখপাত্র গোখলেকে গত পরশু গভীর রাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।
তিনি গুজরাতে মোরবির সেতু দুর্ঘটনা নিয়ে টুইট করেছিলেন। তাতে দাবি করেন, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণে যত অর্থ খরচ হয়েছে, তার ছয়গুন বেশি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রীর সফরের ব্যবস্থা করতে।
সাকেতের এই তথ্য ভিত্তিহীন বলে অভিযোগ দায়ের হয়। গতকাল আমদাবাদের আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
তৃণমূলের অভিযোগ, জামিন পাওয়ার পর আদালতের বাইরে ফের সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন।
তৃণমূল কমিশনকে এই ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে। সেই সঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। তাঁদের অভিযোগ, গুজরাতের ভোটের প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল ধর্মীয় ও ভাষাগত বিদ্বেষ মূলক কথা বললেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সন্ধ্যায় খবর আসে দ্বিতীয় মামলাতেও জামিন পেয়েছেন এই তৃণমূল নেতা।
ট্রেনের সিটের তলায় লাগেজের মতো দেখতে কী যেন পড়ে! খুলতেই বেরোল তরুণীর মৃতদেহ