Latest News

কংগ্রেস ‘বহুমত’ না পেলেও রাহুল গান্ধী যেন ‘বউ’ পান: সাধ্বী প্রাচী

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর জন্য প্রার্থনা করলেন তিনি। প্রার্থনা করলেন কংগ্রেস সভাপতির ‘বিয়ের জন্য’। তিনি সাধ্বী প্রাচী। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা ‘দূর্গা বাহিনি’র প্রধান।

শ্রাবণ মাস শুরু হতেই উত্তর প্রদেশের গোরক্ষপুরের ‘গোরক্ষনাথ মন্দিরে’ প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালতে যান বহু মানুষ। সেখানেই সোমবার শিবের মাথায় জল ঢালেন সাধ্বী প্রাচী। পুজোও দেন তিনি। তাঁর এই পুজোর ব্যাপারে বলতে গিয়ে সাধ্বী প্রাচী বলেন, ‘আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসেই গোরক্ষনাথ মন্দিরে আসি বাবার মাথায় জল ঢালতে। তবে এ বার আমি এক বিশেষ প্রার্থনা নিয়ে এসেছি।’

কী সেই প্রার্থনা?

সাধ্বী জানান, ‘আমি চাই সামনের নির্বাচনে কংগ্রেস সংখ্যাগড়িষ্ঠতা না পেলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যেন জীবনসঙ্গিনী খুঁজে পান। সেই প্রার্থনা নিয়েই আজ আমি বাবা গোরক্ষনাথের পুজো দিলাম।’

সাধ্বী প্রাচীর এই মন্তব্যের বিরোধিতা করে উত্তর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিং বলেন, ‘ কংগ্রেসের নেতৃত্বের সম্বন্ধে অদ্ভুত মন্তব্য করা এই ধরণের লোকেদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আসলে এই ধরণের মন্তব্য করেই তাঁরা শিরোনামে থাকার চেষ্টা করেন। কিন্তু যখন কোনও সাধ্বীর মুখ থেকে এই ধরণের কথা বের হয়, সেটা শুনতে খুব খারাপ লাগে।’

You might also like