
খবর পেয়েই কালীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কে, কোথা থেকে এই বস্তা ফেলে গেল, কেনই বা টাকাগুলো পোড়ানো হয়েছে– এই সবকিছু নিয়েই এখনও অন্ধকারে পুলিশ।
রবিবার দুপুরে আচমকাই কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কাছে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন, পুড়ছে বস্তাভর্তি টাকা! প্রথমে মনে করা হয়েছিল, কেউ হয়তো পুরনো, বাতিল নোট পুড়িয়ে ফেলে দিয়ে গেছে। কিন্তু পরে দেখা যায়, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট পুড়ছে। ততক্ষণে লোকজনের ভিড় হয়ে গেছে। অেকেই পোড়া টাকার মধ্যে থেকে আস্ত টাকা বাছাই করে পকেটে ভরতে থাকেন। কেউ কেউ আবার বাধা দিয়ে পুলিশে খবর দিতে উদ্যোগী হন।
তবে এর মধ্যেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। আগুন নিভিয়ে ভাল নোট খোঁজার হিড়িক পড়ে যায়। এই সময়ে পুলিশ পৌঁছে বাজেয়াপ্ত করে বস্তাগুলি। কারা কেন এই নোটগুলি ফেলে পুড়িয়ে দিলেন, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে কালীঘাটে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
