Latest News

স্ত্রীর দিকে রোমান্টিক চাউনি শচীনের, ২২ গজের কিংবদন্তি ধরা দিলেন অন্য মেজাজে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব তাঁকে চেনে ২২ গজের কিংবদন্তি হিসেবে। শান্তশিষ্ট, ছোটখাটো একটা মানুষ, কিন্তু ব্যাট হাতে নিলে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতেন। তিনি নিজে শান্ত হলে কী হবে, বোলারদের কাছে তিনি ছিলেন ত্রাসের কারণ। সেই মানুষটার মধ্যেও যে একটি রোমান্টিকতা লুকিয়ে আছে সেটা হয়তো অনেকেরই অজানা। তিনি হলেন শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)।

সম্প্রতি মাস্টার ব্লাস্টারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, রোমান্টিক শচীনকে। স্ত্রী অঞ্জলির (Anjali Tendulkar) দিকে শচীনের রোমান্স নজর কেড়েছে নেটিজেনদের।

কী আছে ভিডিওতে

দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন সস্ত্রীক শচীন। সেখানে তিনি তাঁর সামনে থাকা প্লেটটি তুলে ধরেন ক্যামেরার সামনে। সেই প্লেটে লেখা, ‘আপনি জানেন না কার সঙ্গে আপনার কখন দেখা হবে’। সেইসময় শচীনের মুখে হাসি লেগে ছিল, সেই হাসি ছিল যেন লাখ টাকা দামি। পরমুহূর্তেই ক্যামেরা ঘোরানো হয় উল্টোদিকে বসা স্ত্রী অঞ্জলির দিকে। তাঁর মুখেও হাসি। এই লাইনটির গভীরে যে লুকিয়ে রয়েছে স্ত্রী অঞ্জলির প্রতি ‘ক্রিকেটের ঈশ্বর’-এর নিশব্দ ভালোবাসা সেটা বোঝার জন্য কোনও গবেষণার প্রয়োজন পড়ে না।

অঞ্জলি তাঁর জীবনে কতটা মূল্যবান তা বরাবরই কথায় ও হাবেভাবে বুঝিয়েছেন। এমনকী যেদিন তিনি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন, সেই টেস্ট ম্যাচ শেষে ফেয়ারওয়েল অনুষ্ঠানের দীর্ঘ ভাষণের অনেকটা অংশ জুড়েই ছিলেন অঞ্জলি।

এছাড়াও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের স্ত্রীর কথা বলতে গিয়ে বলেছেন, ‘নিজের কেরিয়ার ত্যাগ করে ও (পড়ুন অঞ্জলি তেন্ডুলকার) আমার পাশে দাঁড়িয়েছে। আমি ভারতের জন্য ভাল কিছু করতে পেরেছি অঞ্জলি ছিল বলেই। আমি যখন খেলার জন্য বিদেশে যেতাম তখন কে সারা ও অর্জুনকে দেখবে, এই প্রশ্ন যখন আমাদের দু’জনের সামনে আসে, তখন অঞ্জলি হাসতে হাসতে নিজের কেরিয়ার ছেড়ে সংসার সামলান।’ সেই শচীনই এবার ধরা দিলেন একটু অন্য মেজাজে।

মার্টিনেজ কি এই বিশ্বকাপের সবচেয়ে লম্বা গোলকিপার? নইলে কে?

You might also like