Latest News

বিরিয়ানির দোকানে ফের পচা মাংসের খোঁজ

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার :  ফের খাবারের দোকানে পচা মাংস। এ বার কোচবিহারে।কলকাতার নামি খাবারের দোকানের নাম দিয়ে রমরমিয়ে চলছিল বিরিয়ানির দোকান। রবিবার ছুটির দিনে তাতেই বাধ সাধলেন এক ক্রেতা।

বিরিয়ানিতে পচা মাংস পেয়ে সোজা পুরসভাকে খবরহ দেন ওই ক্রেতা। পুরকর্মীরা এসে ওই দোকান তল্লাশি করতে গিয়ে চোখ কপালে ওঠে। দোকান তল্লাশি চালিয়ে মেলে সমস্ত পচা মাংস। সে মাংস কোন পশুর তাও পরিষ্কার নয়।। কোনও লাইসেন্স ছাড়া এক বছরের বেশি সময় ধরে ওই দোকানটি চলছিল বলেও অভিযোগ উঠেছে। দোকানটিকে সিল করে দেয় পুরসভা। উদ্ধার হওয়া মাংস ল্যাবরেটরিতে পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে পুরকর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন পুর চেয়ারম্যান ভূষণ সিং।

You might also like