Latest News

দেশ-বিদেশের চল্লিশটি শর্ট ফিল্মের আসর ইজেডসিসি-তে, দেখে নিন তিন দিনের সূচি

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ জুলাই রস্ট্রাম (Rostrum) আয়োজিত ‘ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ (International Short Film Festival) শুরু হতে চলেছে সল্টলেকের ইজেডসিসি-তে (EZCC)। তিন দিন ধরে চলবে এওই ফেস্টিভ্যাল।

Image - দেশ-বিদেশের চল্লিশটি শর্ট ফিল্মের আসর ইজেডসিসি-তে, দেখে নিন তিন দিনের সূচি

‘বেঙ্গল শর্টস’ নামের এই কমপিটিটিভ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে কোনওরকম এন্ট্রি ফ্রি রাখেননি সংগঠকরা, ফলে সারা পৃথিবীর বহু নতুন ছেলেমেয়ে তাঁদের বানানো ছোটো ছবি পাঠাতে পেরেছেন। স্পেন, নাইজিরিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইরান, বাংলাদেশ-সহ আরও নানা দেশ এবং ভারতের নানা রাজ্য থেকে প্রায় আড়াইশো সিনেমা এসে পৌঁছেছে। জানা গেছে, শর্ট লিস্ট করে মোট চল্লিশটি ছবি দেখানো হবে এই তিন দিন ধরে চলা ফেস্টিভ্যালে।

পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি এবং ক্যালিফোর্নিয়া নিবাসী লেখিকা মনিদীপা দাস ভট্টাচার্য এই উদ্যোগের কান্ডারী। এমন একটা ফেস্টিভ্যাল নতুন ছেলে মেয়েদের কাছে আশার আলো নিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা।

দেখে নিন তিন দিনের সিনেমা-সূচি।

Image - দেশ-বিদেশের চল্লিশটি শর্ট ফিল্মের আসর ইজেডসিসি-তে, দেখে নিন তিন দিনের সূচি

শর্ট ফিল্মেও অনবদ্য সাবিত্রী, ‘ধূসর গোধূলী’ যেন মায়েদের মন কেমনের কবিতা

You might also like