Latest News

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশিত হবে শীঘ্রই, জানুন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: সামনেই সিবিএসই বোর্ডের (CBSE Board) প্রথম দফার পরীক্ষা (First term)। নির্ঘন্ট জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার। পরীক্ষার আগে রোল নম্বর ও যাবতীয় তথ্য জানানোর তারিখ ঘোষণা করল বোর্ড।

আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ৯ তারিখ সমস্ত পরীক্ষার্থীর রোল নম্বর প্রকাশ করা হবে। সিবিএসই বোর্ডের প্রথম দফার পরীক্ষার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের রোল নম্বর জানানো হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। www.cbse.gov.in এই ওয়েবসাইটে রোল নম্বরের পাশাপাশি পরীক্ষার সমস্ত গাইডলাইনও প্রকাশ করা হবে।

প্রথম দফার পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর মাসে নেওয়া হবে। সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১৬ তারিখ থেকে।

আরও পড়ুন: জ্বালানি তেলের শুল্ক কমাল ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ সহ ১৪

মাল্টিপল চয়েস কোয়েসচেন বা এমসিকিউ টাইপের প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্য। তার জন্য ৯০ মিনিট ধার্য করা হয়েছে। নির্বাচিত সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। বোর্ডের তরফে প্রশ্নপত্রের সঙ্গে মার্কিং পদ্ধতিও পাঠিয়ে দেওয়া হবে স্কুলগুলোকে।

ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। যা স্ক্যান করে সরাসরি নম্বর পোর্টালে আপলোড করে দেওয়া হবে। একই দিনেই সব স্কুলে নম্বর জানিয়ে দেওয়া হবে। এই পরীক্ষার নম্বর পরিক্ষার্থীদের সামগ্রিক পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত হবে।

এবার সশরীরে স্কুলে এসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আগেই সেকথা ঘোষণা করেছে বোর্ড। তবে করোনার সময় ভিড় এড়াতে দু’দফায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফা নভেম্বর-ডিসেম্বর ও দ্বিতীয় দফা জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে। যদিও অভিভাবকদের একাংশ এই করোনা পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা দেওয়ার পক্ষপাতী নন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like