
এবার আবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নামছেন রোহিত। কিন্তু অপ্রত্যাশিতভাবে এমন এক বিতর্ক ধেয়ে এল, যেটিতে তাঁর কোনও ভূমিকা ছিল না। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে রোহিত মেজাজ হারিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে। রোহিত যে চড়া মেজাজে তার প্রতিক্রিয়া জানাবেন, সেটি ভাবা যায়নি।
রোহিত এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমার মনে হয় যাবতীয় বিতর্ক মিডিয়াই শুরু করেছে, তারা বেশি ভাবছে এটা নিয়ে। যদি মিডিয়া এই ইস্যুতে থামে, তা হলে বিরাট ভাল থাকবে। এটুকু বলতে পারি, বিরাট মানসিক ভাবে দারুণ জায়গায় আছে। গত ১০ বছর ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ যখন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে, খুব ভাল করে জানে চাপ কী ভাবে সামলাতে হয়। পুরো ব্যাপারটাই মিডিয়ার তরফে শুরু হয়েছে। যদি মিডিয়া এ বার থামে, তা হলে সব নিয়ন্ত্রণে চলে আসবে।’’
এমনিতেই রোহিত ও কোহলির মধ্যে বিভাজন নিয়ে নানা রটনা রয়েছে। সেই নিয়ে চাপে রয়েছেন রোহিত। তার মধ্যে লাগাতার কোহলির ফর্ম নিয়ে কথা বলার কারণে দলের অধিনায়ক আরও অস্বস্তিতে পড়ে গিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই রোহিত মুখ খুলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের নতুন নেতা হয়েছিলেন রোহিত। তারপর পুরো সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই বিরাটের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন রোহিত। ক্যারিবিয়ান টিমের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে বিরাট ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন। ৮, ১৮ ও ০ রান করেছিলেন তিনটি ম্যাচে।
ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমকে হোয়াইটওয়াশ করার পর রোহিত মিডিয়ার উদ্দেশে বলেছিলেন, ‘কী মনে হয়, বিরাটের কি আত্মবিশ্বাস প্রয়োজন? কী বলতে চাইছেন আপনারা? সেঞ্চুরি করতে না পারাটা একটা ব্যাপার। কিন্তু এটা ভুলে গেলে চলবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও কিন্তু তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছিল। আমরা কোনও চিন্তায় নেই কোহলির ফর্ম নিয়ে।’’