Latest News

হস্তক্ষেপ খোদ গায়ানার প্রেসিডেন্টের, রোহিতরা ভিসা পেলেন আমেরিকার

দ্য ওয়াল ব্যুরো: ভিসা সমস্যা মিটল ভারতীয় দলের (Rohit Sharma)। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ফ্লোরিডার ব্রো-ওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে হবে। গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলির হস্তক্ষেপে শেষ মুহূর্তে দু’দলের প্রতিটি সদস্যই ভিসা পেয়ে গিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা রিকি স্কেরিট বলেছেন, ‘‘এটি গায়ানার প্রেসিডেন্টের একটি সময়োপযোগী এবং প্রভাবশালী কূটনৈতিক প্রচেষ্টা ছিল।’’

কমনওয়েলথ গেমসে সোনা ৭৩ বছরের ঠাকুমার, তাক লাগিয়ে নজির স্কটিশ অ্যাথলিটের

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের কথা ভেবে পাঁচ ম্যাচের সিরিজে শেষ দু’টি ম্যাচের আয়োজন করা হয়েছে ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে। ভারতীয় দলের বেশ কয়েক জন সদস্যকে ভিসা দিতে চায়নি আমেরিকা।

তালিকায় নাম ছিল অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়েরও। ফলে সিরিজের বাকি দুই ম্যাচ হওয়া নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। ইতিমধ্যেই ছ’জন ক্রিকেটার চার্টাড বিমানে পৌঁছে গিয়েছেন আমেরিকা।

ভারতের কিছু ক্রিকেটার আমেরিকায় উড়ে গেলেও, রোহিতরা যেতে পারেননি। তাই সংশয় তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত গায়ানা সরকারের হস্তক্ষেপে সমস্যা মেটে। গায়ানা সরকারের কাছে রীতিমতো সাক্ষাৎকার দিয়ে ভিসা পেতে হয়েছে রোহিতদের।

You might also like