
দ্য ওয়াল ব্যুরো: সিম্বা ও সূর্যবংশীর পর ফের একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহিত শেট্টি (Rohit-Ranveer)। সোশ্যাল মিডিয়ায় দুইজনের একসঙ্গের একটি ছবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। এদিন রোহিত শেট্টির পোস্ট করা একটি ছবিতে মিলেছে রণবীরের (Ranveer Singh) সঙ্গে জুটি বাঁধার ইঙ্গিত। পরবর্তী প্রজেক্টের নাম ‘সার্কাস’!
বৃহস্পতিবার পরিচালক রোহিত (Rohit Shetty) তাঁর ইনস্টাগ্রামে একটি এক মিনিট চার সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শ্যুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্য শ্যুট হচ্ছে। সেই দৃশ্যে আছেন রণবীর সিং। হাতে বন্দুক নিয়ে পর্দায় লড়াই করছেন তিনি।
শুধু রোহিত নন, এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রণবীরও। সেই পোস্টে তিনি লিখেছেন ‘বস ও বাবা আবার একসঙ্গে’। অ্যাকশন দৃশ্যে গাড়ি ওড়ানো রোহিতের সিগনেচার শট। অনেকেই এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। তাই এদিন ভিডিও পোস্ট করে রোহিত লেখেন, ‘আমি জানি যে গাড়ি উড়ছে, কিন্তু কী করব? সহজ পথে কাজ তো আমার দ্বারা হয় না।’
সিম্বার পর ফের এই জুটিকে আবার একসঙ্গে কাজ করতে দেখে খুশি ভক্তরা। অ্যাকশন প্রিয় মানুষদের কাছে সবসময়ই পছন্দের নাম রোহিত শেট্টি। সেই জনপ্রিয় পরিচালকের আগামী ছবি ‘সার্কাস’ চলতি বছরেরই ডিসেম্বরে মুক্তি পাবে। রণবীর ছাড়াও এই সিনেমাতে আছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ।
মুখে তুলি ধরে রঙিন আঁকিবুঁকি কাটে শুয়োর! লক্ষ টাকায় বিক্রিও হয় সেই ছবি