Latest News

কে হতে পারেন ভারতের পরবর্তী অধিনায়ক? দলের মধ্যেই তিনজনকে বেছে নিলেন রোহিত

দ্য ওয়াল ব্যুরো: এমন একটি সময়ে তিনি দলের টেস্ট অধিনায়ক হয়েছেন, বয়স নিয়েও কথা উঠছে। সেটি জানেন রোহিত শর্মা। তিনি জানেন এই বয়সে তাঁর পক্ষে বেশিদিন দলের নেতা হওয়া সম্ভব নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়েই রোহিত দলের মধ্যে তিনজনকে আগামী ভারত অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

সেই তালিকায় যদিও বিরাট কোহলির নাম নেই। রোহিত দলনেতা হিসেবে সফলই, কারণ তাঁর অধীনে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে ৫ বার সেরা হয়েছে। তিনি দেশের অধিনায়ক হওয়ার যোগ্য, সেই জন্যই বোর্ড কর্তারা তাঁকে বেছে নিয়েছেন।

এরপরেও রোহিতকে দলনেতার দায়িত্ব দেওয়া না হলে সেটি অবিচার হতো। বুধবার অবশ্য ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত পরিষ্কার জানিয়েছেন, আমাদের দলে আরও তিনজন ক্রিকেটার রয়েছে, যাঁদের আগামী দিনে আরও বড় দায়িত্ব নিতে হবে। না বলতে গিয়ে যশপ্রিৎ বুমরা, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের কথা বলেছেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে রোহিত বলেন, ‘‘সবাইকে সবকিছু বলে বোঝানোর মতো দায়িত্বও আমার নয়। সকলে যথেষ্ট পরিণত। আমি ওদের পাশে থেকে সহায়তা করতে পারলেই খুশি। আমরাও সে ভাবেই পদে এসেছি। আমাদেরও কেউ না কেউ পরামর্শ দিয়ে তৈরি করেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। সকলে এর মধ্যে দিয়ে যায়।’’

হিটম্যান আরও যোগ করেছেন, ‘‘বুমরা, রাহুল ও ঋষভকে ভারতের সাফল্যের জন্য বড় দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ওদের নেতা হিসাবেও নিজেদের দেখতে হবে। ওরা জানে, ওদের কাঁধে কী দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওদের ওপর কোনও বাড়তি চাপ দিতে চাই না, কারণ ওরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ওরা খেলাটা উপভোগ করুক। নিজেদের সেরা পারফরম্যান্স মাঠে দিক।’’

রোহিতকেই বোর্ড আগামী অধিনায়কদের তৈরি করার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব রীতিমতো উপভোগ করছেন ভারতের অন্যতম সেরা তারকা। রোহিত বলেছেন, ‘‘আমার যতটুকু ক্ষমতা, সবটা দিয়েই আমি সেই দায়িত্ব পালন করতে চাই।’’

 

You might also like