Latest News

কোহলির শুভেচ্ছায় আপ্লুত ফেডেরার, ভারতেও আসবেন, বলছেন ‘টেনিসের পিকাসো’

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) আপনি ভাগ্যবান। এমন একজনের জবাব পেলেন, যিনি টেনিসের পিকাসো। রজার ফেডেরার (Roger Federer Kohli) ভারতের ক্রিকেটার বলতে একজনকেই বুঝতেন, শচীন তেন্ডুলকার। উইম্বলডনের লকার রুমে প্রায়ই দেখা হয়েছে মাস্টারের সঙ্গে।

এবার বিরাটের ভিডিও বার্তার জবাব দিলেন সুইস কিংবদন্তি, যিনি সদ্য টেনিস থেকে অবসর নিয়েছেন। ৫৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় ফেডেক্সকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কিং কোহলি।

ফুটবল মহোৎসবে দু’প্রধানের ভিড়ে সৌরভ, রয়েছেন প্রাক্তনীরাও

এখনও পর্যন্ত দু’বার ফেডেরারের সঙ্গে দেখা হয়েছে কোহলির। সেই প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘‘প্রিয় রজার, তোমাকে এই ভিডিও বার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা টেনিস জীবনের জন্য অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ আমাদের। ভাল থেকো কিংবদন্তি।’’

কোহলি সেই অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, ‘‘২০১৮-র অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগত ভাবে তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনও সেটা ভুলব না। তোমার খেলা দেখতে গিয়ে একটি বিষয় আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। সেটা হল, শুধু টেনিস সমর্থক নয়, গোটা বিশ্বের এত মানুষ তোমাকে ভালবাসে, সমীহ করে। আর কারওর ক্ষেত্রে আমি তা দেখিনি।’’

কোহলির আবেগ শেষ হয়নি, তিনি বলেছেন, ‘‘সবাইকে কাছে টানার বিশেষ দক্ষতা তোমার বরাবরই ছিল। টেনিসে যে যুগ তুমি এনেছ, তার সঙ্গে কারও তুলনা করা যায় না। আমার কাছে বরাবর তুমিই সর্বকালের সেরা থাকবে।’’ কোহলির এই বার্তায় ফেডেরার লিখেছেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি, তোমাদের সঙ্গে আমার দ্রুত ভারতে দেখা হবে।’’

You might also like