Latest News

Roddur Roy: দুই মামলার শুনানি, জামিন পেলেন না রোদ্দুর রায়

দ্য ওয়াল ব্যুরো: জামিন পেলেন না রোদ্দুর রায় (Roddur Roy)। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে জোড়া মামলার শুনানি ছিল। তার একটিতে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দুরকে। অন্য মামলাটিতে তাঁকে সোমবার পর্যন্ত পুলিশের হেফাজতে রাখতে বলেছে আদালত। ফলে আগামী সোমবার পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতেই রাখা হবে।

এদিন একটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল রোদ্দুরের (Roddur Roy) বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে দেখা যায়, ইউটিউবার রোদ্দূর রায়ের বিরুদ্ধে আরও একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাতেও ইউটিউব ভিডিয়োয় অশ্লীলতা প্রচার করারই অভিযোগ দায়ের করা হয়েছিল রোদ্দুরের (Roddur Roy) বিরুদ্ধে। মঙ্গলবার দু’টি আলাদা এজলাসে রোদ্দূরের মামলার শুনানি হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটুক্তি সংক্রান্ত মামলাটিতে জেল হেফাজত হয় রোদ্দূরের । এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। যার ভিত্তিতে রোদ্দুরকে গোয়া থেকে গ্রেফতার করে আনা হয়। পরে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত রোদ্দূরকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশও দেয়। অন্য একটি মামলা দায়ের হয়েছিল বটতলা থানায়। দু’বছর আগে। সেই মামলাটিরও শুনানি হয়েছে বিকেল পাঁচটা নাগাদ।

তবে প্রথমদিন থেকে সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে রোদ্দুর ওরফে অনির্বাণ। এদিনও আদালতে ঢোকা ও বেরোনোর সময় তাঁকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলেন নি। প্রথমদিনও এয়ারপোর্টে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি। এদিনও না।

বাইশে মুখ্যমন্ত্রী বদলেছে, তেইশে সরকার বদলাবে: আগরতলায় অভিষেক

You might also like