
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টার শুনানি, টানটান সওয়াল-জবাবের শেষে জামিন মিলল না ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy)। এদিন ব্যাঙ্কশাল আদালত রোদ্দুর রায়কে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল রোদ্দুরকে। তারপর ট্রানজিট রিমান্ডের প্রক্রিয়া শেষ করে রোদ্দুরকে শহরে আনতে বুধবার রাত হয়ে গিয়েছিল কলকাতা পুলিশের। রাতে তাঁকা রাখা হয়েছিল লালবাজার লকআপে। এদিন দুপুর আড়াইটের সময়ে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় এই ইউটিউবারকে।
আগামী ১৪ জুন ফের আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে। এদিন রোদ্দুরের জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী। রোদ্দুরের আইনজীবীদের সঙ্গে সরকার পক্ষের আইনজীবীর বিতণ্ডাও চরমে ওঠে এজলাসে। শেষ পর্যন্ত আদালত রোদ্দুরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পাটুলি থেকে শুরু করে একাধিক থানায় রোদ্দুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই কলকাতা পুলিশ গ্রেফতার করে এই ইউটিউবারকে। এদিন রোদ্দুরের সমর্থনে বেশ কিছু সংগঠন জড়ো হয়েছিল ব্যাঙ্কশাল আদালতের সামনে। তাঁদের স্লোগানের মধ্যে দিয়েই কোর্টে ঢুকেছিলেন রোদ্দুর। তবে আগামী ৬ দিন তাঁকে পুলিশি হেফাজতেই থাকতে হবে।