Latest News

চালে সামান্য ভুল, একরত্তির আঙুল ভেঙে দিল রোবট, হুলস্থূল মস্কোর দাবা আসরে

দ্য ওয়াল ব্যুরো: মস্কোর দাবা (Chess) আসরে একেবারে হূলস্থূল পড়ে গেল। আধুনিক দাবায় যন্ত্রমানবদের (Chess Robot) সঙ্গে দাবা খেলার চল রয়েছে। কেউ আবার খেলে কমপিউটারের বিপক্ষে।

তেমনই মস্কোয় যুব দাবা আসরে একটি ম্যাচে এক খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। সম্প্রতি একটি ম্যাচে দেখা গিয়েছে, ওই খুদে দাবাড়ু চালে কিছু ভুল করেছিল। সেটি রোবট দেখে নেওয়ার পরে তার হাত পিষে দেয়।

ক্রিস্টোফার নামে ওই দাবাড়ু চোটে আঘাত পাওয়ার পরেই সবাই দ্রুত ছুটে আসে। তাকে রোবটের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়। এটাও প্রশ্ন উঠছে, রোবট তো পরিচালিত করে থাকে মানুষই, তিনিই কি ভুল করলেন এ ঘটনায়।

ইমরানদের হারালেন আখতার! বায়োপিক আসছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

দাবা সংস্থার সের্গেই স্ম্যাগিন বলেন, ‘‘বিরল ঘটনা। এর আগে এমন ঘটনা আগে ঘটেছে কিনা জানা নেই। তবে এও ঠিক, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।’’

You might also like