Latest News

বসিরহাটে সেনাকর্মীর বাড়িতে ১০ লক্ষ টাকার ডাকাতি! কুড়ি দিন পরেও ধরা পড়ল না কেউ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সেনাকর্মীর বাড়িতে ( Army Personnel Home Theft ) লক্ষাধিক টাকার ডাকাতির ঘটনার কুড়িদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিছু সূত্র দিলেও তদন্ত বেশি দূর এগোয়নি বলে থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেনাকর্মীর স্ত্রী।

বসিরহাটে ( Basirhat ) তেঘড়িয়ায় রয়েছে বিএসএফ কর্মী সৌমেন মণ্ডলের বাড়ি। তিনি আপাতত কর্মসূত্রে কাশ্মীরে রয়েছেন। তেঘড়িয়ার বাড়িতে ছেলেকে নিয়ে থাকেন সৌমেনবাবুর স্ত্রী সাথীদেবী।

ডাকাতির ঘটনা প্রসঙ্গে সাথীদেবীর অভিযোগ, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। গত ৩০ ডিসেম্বর ছেলেকে নিয়ে কলকাতায় এক ভাগ্নের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে তালা দেওয়া ছিল। গত ২ জানুয়ারি প্রতিবেশীরা তাঁকে ফোন করে বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর দেন। সঙ্গে সঙ্গে তাঁরা তেঘড়িয়ার বাড়িতে ফিরে আসেন। বিষয়টি নিয়ে বসিরহাট থানায় অভিযোগ জানান।

শূন্যে উড়ছে টাকা, ধরার জন্য লোকজনের ভিড় রাস্তায়! বেঙ্গালুরুতে হঠাৎ নোটবৃষ্টি, বিশাল যানজট

সাথীদেবী জানিয়েছেন, তিনি বাড়িতে এসে দেখেন, গেটের তালা ভাঙা রয়েছে। ভিতরের গ্রিলও কাটা। আসবাব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। বাড়ির আলমারির দরজা খুলে লকার ভেঙে সমস্ত সোন্না ও রুপোর গয়না লুঠ করা হয়েছিল। প্রায় ১০ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে তাঁদের। এদিনই পুলিশ তাঁদের বাড়িতে এসে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু সূত্র পুলিশকে জানালেও তদন্ত বেশিদূর এগোতে পারেননি তাঁরা এমনটাই দাবি সাথীদেবীর। লুঠ হওয়া জিনিসের সন্ধান দেওয়া তো দূরের কথা কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে সেনাকর্মীর পরিবার। এদিকে বসিরহাট থানার পুলিশের বক্তব্য, তদন্ত চলছে। তাঁরা অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছেন ।

You might also like