
দ্য ওয়াল ব্যুরো: চন্দননগরে (Chandannagar) দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি (Robbery)। গোল্ড লোনের অফিসে কর্মীদের মাথায় বন্দুক ধরে টাকা ও সোনাদানা লুঠ করেছে দুষ্কৃতীরা। পালানোর সময় তাঁদের পুলিশ ঘিরে ফেলে। গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে যায় ডাকাত দল। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তিন জনকে ধরতে পেরেছে পুলিশ। বাকিরা পলাতক।
আলিয়ার ‘কন্যাদান’ বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতির অপপ্রচার, গর্জে উঠলেন কঙ্গনা
মঙ্গলবার দুপুরে এমন রুদ্ধশ্বাস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুটি মোটর বাইক একটি মারুতি গাড়ি ধরা পড়েছে বলে খবর। বাকি ডাকাতদের ধরার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে। চুঁচুড়া খদিনামোর উত্তরপাড়া বালি খালে নাকা তল্লাশি করা হচ্ছে। সব ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার চন্দননগর মার্কেট বন্ধ থাকে। দুপুরের দিকে ফাঁকাই থাকে রাস্তাঘাট। আর সেই সু্যোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। জনপ্রিয় গোল্ড লোনের অফিসে ঢুকে দুঃসাহসিক অভিযান চালিয়েছে। যে গাড়িগুলো ধরা পড়েছে সেগুলোতে হাওড়া জেলার রেজিষ্ট্রেশন নম্নর আছে বলে খবর।
ঠিক কত টাকা বা সোনা খোয়া গেছে তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। তারা আশাবাদী খুব শিগগিরই সব ডাকাত ধরা পড়বে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।