Latest News

৫ রাজ্যের নির্বাচনে রোড শোয়ে নিষেধাজ্ঞা বহাল, ছাড় সভায়

দ্য ওয়াল ব্যুরো: রোড শো, গাড়ির র‍্যালি, জয়যাত্রা ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল নির্বাচন কমিশন। তবে কিছু ক্ষেত্রে ছাড়েরও ঘোষণা করা হয়েছে। তবে জন সমাবেশ, ইনডোর মিটিং ইত্যাদির ক্ষেত্রে কিছুটা ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের মতই ৫০ শতাংশ লোক নিয়ে করা যাবে ইনডোর/আউটডোর মিটিং/র‍্যালি। খোলা মাঠে কতজন থাকতে পারবে তা ঠিক করবে জেলা নির্বাচন অফিসার। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানাল নির্বাচন কমিশন।

উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর, পাঞ্জাব ও উত্তরাখণ্ড- এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে মার্চ মাসের ৭ তারিখ পর্যন্ত। যেহেতু করোনা হু হু করে বাড়ছে, সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন তাই রোড শো-র ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। সেই নিষেধাজ্ঞার সময়ই বর্ধিত হল।

দলের অন্তর্বর্তী বৈঠকের ক্ষেত্রে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। বলা হয়েছে, সর্বাধিক ৩০০ জন নিয়ে ঘরোয়া বৈঠক করা যেতে পারে। কিংবা কোনও হলে ৫০ শতাংশ উপস্থিতিতে মিটিং করার ক্ষেত্রেও সম্মতি দিয়েছে কমিশন। ডোর টু ডোর ক্যাম্পেন ২০ জন নিয়ে করা যাবে বলে জানায় কমিশন।

You might also like