Latest News

এক বাইকে চারজন, নেই হেলমেট! বেলডাঙার দুর্ঘটনায় মৃত মা-বাবা-মাসি, বাঁচল কেবল ছোট্ট শিশু

দ্য ওয়াল ব্যুরো,মুর্শিদাবাদ : একই বাইকে যাচ্ছেন ৪ জন। ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল ৩ জনের (3 died)। কপাল জোরে বেঁচে গেল কেবল একটি শিশু। মুর্শিদাবাদে (Murshidabad) মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া পরিবারে।

মুর্শিদাবাদের বেলডাঙ্গার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বাইকে করে ফিরছিলেন মুন্না শেখ। তার বাইকেই বসে ছিলেন স্ত্রী মনিকা বিবি, শ্যালিকা জরিনা বিবি ও কোলে ছিল তাদের বাচ্চাটি। পিছন থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারান বাইক চালক মুন্না শেখ। সঙ্গে সঙ্গে পড়ে যান বাইক থেকে। ঘটনাস্থলেই শিশুটি ছাড়া বাকি ৩ জনের মৃত্যু হয়।

সূত্রের খবর, সালার থেকে বেলডাঙ্গায় ডাক্তার দেখাতে এসেছিলেন তাঁরা। ডাক্তার দেখিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পার্থর জামাইয়ের মামার বাড়িতে আয়কর হানা, এদিকে নাকতলায় ইডি

You might also like