Latest News

নদীর জল পান করলেই মারা যাচ্ছে গবাদি পশু, অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এ এক অদ্ভূত নদী। যখন, তখন বদলে যায় নদীর জলের রঙ। কখনও সাদা, কখনও ঘোলা আবার কখনও সবুজ হয়। বারাবনি মদনমোহনপুরে রয়েছে এই নদী (River Pollution) যার নাম নুনি। এটি নুনিয়া নদীর শাখা। তবে এখন সেটা বাসিন্দাদের জন্য বিপদজ্জনক হয়ে উঠেছে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই নদীর জল পান করেই মারা যাচ্ছে গবাদি পশুরা (Cow Death)। গত কয়েকদিনে এলাকায় প্রায় ১০ টি গরুর মৃত্যু হয়েছে। নদীর জলে স্নান করে অসুস্থ হয়ে পড়ছেন বেশ কয়েকজন গ্রামবাসী

মদনমোহনপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এলাকার একটি বারুদ কারখানার জন্য এই নদীর জল দূষিত হচ্ছে। রাসায়নিক বর্জ্যে নদীর জলের রঙ বদল হয়। ওই কারখানার কাছেই রয়েছে মদনমোহনপুর, মুছা, কালিধাওড়া গ্রাম। নুনিয়া নদীর ধারে ওই গ্রামগুলির গবাদি পশুরা জল খেতে আসে। গ্রামের মানুষ সেখানে স্নান করেন। সেই বিপদ বাড়াচ্ছে।

যদিও বারুদ কারখানা কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। সেখানের ম্যানেজার জানিয়েছেন, কারখানার বর্জ্য নদীতে ফেলা হয় না। এই মরসুমে গরুর পক্স হচ্ছে। তাতেই গরুগুলির মৃত্যু হয়েছে।

You might also like