Latest News

হিন্দুত্ববাদীরা হামলা চালাল হরিয়ানার চার্চে, ধর্মান্তরণের অভিযোগ, প্রমাণ পায়নি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জোর করে চার্চে ঢুকে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠল হরিয়ানার ডানপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রোহতকের একটি চার্চে গায়ের জোরে ঢুকে পড়ে তারা। তাদের দাবি, ওই চার্চে নাকি ধর্মান্তরণ চলছিল। যদিও এমন কোনও প্রমাণ মেলেনি সেখানে। পুলিশি বাধার মুখে ফিরেও যায় তারা।

প্রসঙ্গত, বিজেপি-শাসিত হরিয়ানায় কয়েক দিন ধরেই আলোচিত হচ্ছে উত্তরপ্রদেশের মতো ধর্মান্তরণ-বিরোধী আইন আনা নিয়ে। সরকারি স্তরে পরিকল্পনা চলছে এই নিয়ে। তার মধ্যেই হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা ঘটে গেল চার্চে।

চার্চের ফাদার বলেন, “সাধারণ মানুষ প্রার্থনা করতে আসেন এখানে। আর পাঁচটা ধর্মীয় স্থানের মতোই এটাও পুজো ও প্রার্থনার জায়গা। এখানে অন্য কিছু হয়নি, হয় না।” তিনি জানান, গতকাল সন্ধেয় পুলিশ আসে তাঁদের চার্চ, জানায় ধর্মান্তরের অভিযোগ উঠেছে চার্চের বিরুদ্ধে। পুলিশ সব খতিয়ে দেখে চলে যায়। তার পরেই হামলা।

রোহতকের ডেপুটি পুলিশ কমিশনার ক্যাপ্টেন মনোজ কুমার বলেন, “আমরা অভিযোগ পেয়েছিলাম চার্চের বিরুদ্ধে। কিন্তু ধর্মান্তরের কোনও অভিযোগ সেখান থেকে আসেনি। সেখানে এরকম কিছুু ঘটছিলও না। প্রতি বৃহস্পতি ও রবিবার করে সেখানে এমনিই জমায়েত হয় প্রার্থনার জন্য। এখন চার্চে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।”

You might also like