Latest News

মুসলিম মহিলাকে পিছনের সিটে বসিয়ে বাইক চালানোর জন্য মারধর, ধৃত ২

দ্য ওয়াল ব্যুরো : ভিডিও চিত্রের ওপরে ওয়াটারমার্কে লেখা ‘ন্যাশনাল ডিফেন্স ফোর্স’ (National Defence Force)। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে মারছে এক বাইক আরোহীকে। তাঁর অপরাধ, বাইকের পিছনের সিটে তিনি এক মুসলিম মহিলাকে বসিয়েছিলেন। শুক্রবার ওই বাইক আরোহী আক্রান্ত হন। অভিযুক্তরাই পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেছিল। শনিবার তারা ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। শনিবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরুর ডেয়ারি সার্কেল এরিয়ায় ওই বাইক আরোহী আক্রান্ত হন। দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে পারার জন্য পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বাইকচালক ও যে মহিলা তাঁর বাইকের পিছনে বসেছিলেন, দু’জনেই এক বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন। ভিডিওতে দেখা যায়, বাইকটিকে থামানো হল। তারপর অভিযুক্তরা ওই মহিলাকে জিজ্ঞাসা করল, তুমি এক অমুসলিমের বাইকে চড়েছ কেন? মহিলা তাদের বুঝিয়ে বলার চেষ্টা করলেন। কিন্তু তারা গালিগালাজ করতে লাগল। তারা বাইক আরোহীর হেলমেটে আঘাত করল।

তারা মহিলাকে বলল, “তোমার নাম কী? তোমার লজ্জা করে না? তুমি জানো না দেশে এখন কী হচ্ছে? তুমি কুকুর-বেড়ালের মতো আচরণ করছ কেন?” পরে তারা মহিলার স্বামীকে ফোন করে বলে, “তুমি স্ত্রীকে একজন অমুসলিমের সঙ্গে যাতায়াত করতে দিয়েছ কেন?” তাঁকে দোষ দিয়ে বলে, “তোমার মতো লোকের জন্যই পুরো সম্প্রদায়ের বদনাম হয়।”

এরপরে তারা বাইক আরোহীকে ঘুষি ও চড় মারতে থাকে। তখনও তিনি হেলমেট পরেছিলেন। অভিযুক্তরা মহিলাকে বাইক থেকে নামতে বাধ্য করে। তিনি অটোরিকশয় চড়ে বাড়ি যান।

ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে এস জি পাল্য থানায় অভিযোগ দায়ের করা হয়। সাউথ ইস্ট বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার শ্রীনাথ মহাদেব বলেন, আমরা ১২ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করতে পেরেছি।

You might also like