Latest News

ছয় মাসের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ, আরও দামি হয়েছে খাদ্যশস্য

দ্য ওয়াল ব্যুরো : ২০২১ সালের ডিসেম্বরে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি (Retail inflation) হয়েছে ৫.৫৯ শতাংশ। ছ’মাসের মধ্যে এই মুদ্রাস্ফীতি সর্বোচ্চ। নভেম্বরে (November) মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৯১ শতাংশ। মূলত খাদ্যশস্যের (Food grains) মূল্যবৃদ্ধির জন্যই বেড়েছে মুদ্রাস্ফীতির হার। ডিসেম্বরে খাদ্যশস্যের দাম বেড়েছে ৪.০৫ শতাংশ। নভেম্বরে খাদ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ১.৮৭ শতাংশ।

২০২০ সালের ডিসেম্বরে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছিল ৪.৫৯ শতাংশ। খাদ্যশস্যের দাম বেড়েছিল ৩.৪১ শতাংশ। সেই তুলনায় ২০২১ সালের শেষে মুদ্রাস্ফীতির হার ছিল যথেষ্টই চড়া। সরকারি সূত্রে খবর, ২০২১ সালের ডিসেম্বরে গম ও অন্যান্য খাদ্যশস্য, ডিম, দুধ ও রান্না করা খাবারের দাম বেড়েছে। এছাড়া জামাকাপড়, জুতো, স্বাস্থ্য পরিষেবার মূল্য ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে যথেষ্ট বেড়েছে।

You might also like