
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার স্বল্প সঞ্চয়ে সুদের হার নাম মাত্র বাড়ানোর কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। তাও পিপিএফ বা লম্বা মেয়াদের আমানতে সুদের হার বাড়েনি। উল্টে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) এক ধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (50 Basis Point) বাড়িয়ে করে দিল ৫.৯০ শতাংশ। গত তিন বছরে এত চড়ায় পৌঁছে গেল রেপো রেট (Repo Rate)।
বলে রাখা ভাল, রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলে। ফলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর অর্থ স্পষ্ট। বাড়ি, গাড়ি কেনার ঋণে সুদের হার অবধারিত ভাবেই বাড়তে চলেছে। কারও চালু ঋণ থাকলে তাতে মাসিক কিস্তি বাড়বে বা ঋণ পরিশোধের মেয়াদ বাড়বে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও ঋণের উপর সুদের হার বাড়বে। তা ছাড়া এডুকেশনাল লোন তথা শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ তথা পারসোনাল লোনেও সুদের হার বাড়তে চলেছে।
এই নিয়ে টানা চার বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। গত মে মাসে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছিল। তার জুন ও অগস্ট মাসে ৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বাড়ানো হয়েছে। অর্থাৎ পাঁচ মাসে ১.৯০ শতাংশ রেপো বাড়ানো হল। ফলে ধরে নেওয়া যেতে পারে যে এই পাঁচ মাসে গৃহ ঋণে সুদের হার অন্তত ২ শতাংশ বাড়ল।
রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে, মুদ্রাস্ফীতির হার ও বিশ্বজনীন অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে ঘরোয়া বাজার চাঙ্গা রাখতে রেপো রেট বাড়ানো ছাড়া উপায়ন্তর ছিল না। গত মাসে দেখা গিয়েছে, মুদ্রাস্ফীতির হার পৌঁছে গিয়েছে ৭ শতাংশে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেন, আগে মনে করা হয়েছিল এ বছর দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশে পৌঁছবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির চাপ থাকবে এবং তা আরও দীর্ঘ সময় ধরে চলবে।
শক্তিদাস আরও বলেন, মহামারীর ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন সংকটের পর বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। আর্থিক বাজার অস্থির হয়ে রয়েছে। বিশ্ব অর্থনীতি নতুন ঝড়ের শঙ্কায় রয়েছে। এই অবস্থায় সবকটি উন্নত দেশের সেন্ট্রাল ব্যাঙ্কই কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক তার থেকে বিচ্ছিন্ন নয়।
স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার, কোন মেয়াদে কত বাড়ল জেনে নিন এক নজরে