
দ্য ওয়াল ব্যুরো: নার্সের চাকরি পেয়েছিলেন। তা আটকাতে ডান হাতের কব্জি থেকে নামিয়ে দিয়েছিল স্বামী। হাত হারানো সেই রেণু খাতুনের (Renu Khatun) সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোমবার বর্ধমানে (Bardhaman) গোদার হেলথ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি ছিল। সেখানেই গিয়েছিলেন রেণু। সভা শুরুর আগে তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কেতুগামের নির্যাতিতা রেণু খাতুন জানান, মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ আনতে গিয়েছিলেন । সেখানে মুখ্যমন্ত্রী তাঁকে বুকে জড়িয়ে ধরেন। তাঁর হাতের পরবর্তী চিকিৎসার ভারও রাজ্য সরকার গ্রহণ করেছে বলে জানান রেণু খাতুন। ইতিমধ্যেই বিকল্প চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে রেণুকে।
‘জীবনেও স্বামীর কাছে ফিরব না!’
৪ জুন কেতুগামের কোজলসা নৃশংস ঘটনাটি ঘটেছিল। শিউরে উঠেছিলেন সকলে। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে দোষীরা । এই ঘটনায় নির্যাতিতা তরুণীর পাশে আগেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ অফিসে চাকরিতে যোগদান করেছেন রেণু খাতুন।