

রবিবার টুইটের মধ্যে দিয়ে মঙ্গলসূত্র বিজ্ঞাপন বিতর্কের নতুন মাত্রা যোগ করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। তিনি লেখেন, ‘ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা মঙ্গলসূত্র বিজ্ঞাপনটি আপত্তিকর। এই আপত্তিকর বিজ্ঞাপনটিকে ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে না দিয়ে সব্যসাচীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ল গাড়ি! মৃত অন্তত ১৩
পূর্বেই এই বিজ্ঞাপনের কারণেই বিজেপির তরফে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে সব্যসাচী মুখোপাধ্যায়কে। সেই নোটিশে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজ্ঞাপন একেবারেই হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ। হিন্দু বিবাহকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে।”
প্রসঙ্গত, বিজ্ঞাপনে কিছু অন্তরঙ্গ মুহুর্ত তুলে ধরা হয়েছে। একটি ছবিতে, এক মহিলা মডেল কালো অন্তর্বাস পরে সব্যসাচীর ডিজাইন করা মঙ্গলসূত্র পরে রয়েছেন। এই বিজ্ঞাপন ভাইরাল হতেই নেটিজেনদের নিশানায় চলে এসেছেন সব্যসাচী।