Latest News

বৃষ্টি মাথায় নিয়ে মোহনবাগান তাঁবুতে জোর বিক্ষোভ সমর্থকদের, সরাতে হবে এটিকে

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের প্রস্তুতির লক্ষ্যে এটিকে মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল। বিপক্ষে ছিল চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই খেলা হয়নি বৃষ্টির কারণে। বহু সমর্থক মাঠে এসেছিলেন দূর্যোগের মধ্যেও।

বহু সমর্থক মাঠে এসে কর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি ছিল, মোহনবাগান নামের আগে এটিকে সরাতে হবে। এই নিয়ে বহু বিদ্রোহ, বিক্ষোভ হয়েছে। কিন্তু দুই পক্ষের কর্তাদের কিছু যায় আসে না। তাঁরা বাতানাকূল গাড়িতে করে তাঁবুতে প্রবেশ করে যান।

একটা সময় ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, ডুরান্ড কাপে মোহনবাগান তার নিজের নামে খেলবে। সেই কথায় জোর দিয়েছিলেন সচিবও। কিন্তু কার্যক্ষেত্রে কিছুই হয়নি। এমনকি মোহনবাগানের দুটি বড় অনুষ্ঠানে ক্লাবে আসতে দেখা যায়নি শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাকেও। তিনিও সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে চাইছেন না।

বৃষ্টির মধ্যেও রবিবার বিকেলে সমর্থকরা অনেকেই রিমুভ এটিকে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ দাবি করেন, দুই পক্ষের গোপন আঁতাতের কারণেই মোহনবাগান নাম নিয়ে ব্যবসা করে চলেছে একটি শিল্পগোষ্ঠী। এটিকে মোহনবাগান নামে যে সেই আবেগ নেই, সেটিও বার্তা ছিল এই বিদ্রোহে।

You might also like