
দ্য ওয়াল ব্যুরো : ম্যানহাটনের (Manhatton) অদূরে ম্যান্দারিন ওরিয়েন্টাল নিউ ইয়র্ক (Mandarin oriental new york) নামে একটি হোটেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। ১০ কোটি ডলার বা ৭৪২ কোটি টাকা ৭৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা দিয়ে ওই পাঁচতারা হোটেলের মালিক হতে চলেছে ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা। ৮ জানুয়ারি স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স জানিয়েছে, প্রায় ৭৩০ কোটি টাকা দিয়ে কলম্বাস সেন্টার কোর নামে এক সংস্থা কিনেছে তারা। সেই সংস্থা ম্যান্দারিন ওরিয়েন্টাল নিউ ইয়র্ক হোটেলের ৭৩.৩৭ শতাংশের মালিক।
রিলায়েন্সের ধারণা, ২০২২ সালের মার্চের মধ্যে হোটেল কেনার ডিল চূড়ান্ত হয়ে যাবে। ২০০৩ সালে ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেল তৈরি হয়। তার কাছেই রয়েছে সেন্ট্রাল পার্ক এবং কলম্বাস সার্কেল।