
গ্রুপ ডি নিয়োগে কোন অদৃশ্য হাত? খুঁজে দেখবে সিবিআই
কোন কোন পদে শূন্যস্থান পূরণ করছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুক আইটি, এমটি ড্রাইভার, বুট মেকার/ রিপেইয়ার, কুক স্পেশ্যাল, এলডিসি, মশালচি, ওয়েটার, ফ্যাটিগম্যান, এমটিএস, গ্রাউন্ডসম্যান, জিসি অর্ডারলি, গ্রুম, নাপিত, ইকুইপ রিপেইয়ার, বাইসাইকেল রিপেয়ার এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ড পদে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৮৮। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে বলে খবর। আবেদন করার জন্য ৫০টাকা লাগবে।
আরও বিশদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে
এই পদে আবেদনকারীকে ১৮ থেকে ২৭ বছর বয়সি হতে হবে। চৌকিদার, বুট মেকার, বাইসাইকেল রিপেয়ারের মতো বেশ কিছু পদে মহিলারা আবেদন করতে পারবেন না।