Latest News

ইন্ডিয়ান মিলিটারিতে একগুচ্ছ শূন্যপদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

দ্য ওয়াল ব্যুরোঃ একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (Indian Military Academy)  (দেরাদুন)।  সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নিয়োগের কথা। আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আগামী ৪৫ দিন পর্যন্ত আএদন গ্রহণ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

গ্রুপ ডি নিয়োগে কোন অদৃশ্য হাত? খুঁজে দেখবে সিবিআই

কোন কোন পদে শূন্যস্থান পূরণ করছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুক আইটি, এমটি ড্রাইভার, বুট মেকার/ রিপেইয়ার, কুক স্পেশ্যাল, এলডিসি, মশালচি, ওয়েটার, ফ্যাটিগম্যান, এমটিএস, গ্রাউন্ডসম্যান, জিসি অর্ডারলি, গ্রুম, নাপিত, ইকুইপ রিপেইয়ার, বাইসাইকেল রিপেয়ার এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ড পদে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৮৮। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে বলে খবর। আবেদন করার জন্য ৫০টাকা লাগবে।

আরও বিশদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে 

এই পদে আবেদনকারীকে ১৮ থেকে ২৭ বছর বয়সি হতে হবে। চৌকিদার, বুট মেকার, বাইসাইকেল রিপেয়ারের মতো বেশ কিছু পদে মহিলারা আবেদন করতে পারবেন না।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like