Latest News

আইপিএলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ২৩ এপ্রিল! কেন?

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ইতিহাসে ফের সর্বনিম্ন রানের তালিকায় নিজেদের নাম লেখাল বেঙ্গালুরু (RCB)। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে থেমে গেছিল। যা নিয়ে ফের বিরাটদের ব্যর্থতার ছবি সামনে এসেছে। আইপিএলের (IPL 2022) ইতিহাসের সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দশটির মধ্যে চারটিতেই নাম আছে বেঙ্গালুরুর।

২৩ এপ্রিল এই তারিখটা বেঙ্গালুরু শিবিরের কাছে খুব গুরত্বপূর্ণ তারিখ। শুধু বেঙ্গালুরুই নয়, আইপিএলের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে গর্বের ও লজ্জার দিন ২৩ এপ্রিল!

কেন?

প্রথমেই আসা যাক গর্বের কেন? ঠিক নয় বছর আগে ফিরে যাওয়া যাক। ২০১৩ সালের ২৩ এপ্রিল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল বিরাটের বেঙ্গালুরু। তারপর ইতিহাস। ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংস আজও মনে আছে সকলের। মাত্র ৬৬ বলে ১৭৫ রান! এককথায় ছিল অবিশ্বাস্য, অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ক্যারিবিয়ান জায়েন্ট। সেই সুবাদেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড আছে বেঙ্গালুরুর নামের পাশে। ২০ ওভারে ২৬৩ রান। যে রেকর্ড আজও অক্ষুণ্ন।

এবার আসা যাক লজ্জার কথায়। ঠিক পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৩ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল আরসিবি। মাত্র ৪৯ রানে গুটিয়ে গেছিল বেঙ্গালুরু। কলকাতার বোলিং ব্রিগেডের সামনে সেদিন হাবুডুবু খেতে হয়েছিল বিরাট-ডিভিলিয়ার্সদের। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ডও করে ফেলেছিল বেঙ্গালুরু যা এখনও অক্ষুণ্ন।

সেই ২৩ এপ্রিল। ২০২২ সালেও অন্যতম সর্বনিম্ন স্কোর করল বেঙ্গালুরু। তবে এবার অধিনায়ক বিরাট নয়। ফাফ ডু ‘ প্লেসি। তবে চিত্রনাট্য কিছুই বদলায়নি। আর কোহলি? এবার যে তিনি একেবারেই ফর্মে নেই তা আবারও স্পষ্ট হল শনিবার। শনিবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। বিনা রানে ফিরলেন জেনসেনের বলে আউট হয়ে। কোহলির ফর্ম দলের কাছে চিন্তার হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে কথা হচ্ছে কোহলিকে নিয়ে। তাঁকে বিশ্রামে পাঠানোর কথা উঠছে।

অন্য একটি খুব আশ্চর্য জাগানো কথা হল, বেঙ্গালুরুর সর্বোচ্চ রানের রেকর্ডের দিনেই হোক বা সর্বনিম্ন রানের রেকর্ডের দিনেই হোক, কোহলির ব্যাটে রান আসেনি। ২০১৩ সালে ২৩ এপ্রিল কোহলি করেছিলেন মাত্র ১১ রান। আর ২০১৭ সালের ২৩ এপ্রিল শূন্য। আর ২০২২ সালের ২৩ এপ্রিলও শূন্য।

পাকিস্তানের জার্সিতে প্রথম খেলা, সেঞ্চুরি, শ্যাম্পেন- শচীনের জীবনে এমন কত যে রোমাঞ্চ!

You might also like