
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের সমস্ত ব্যাঙ্কের কাছে আদানিদের দেওয়া ঋণ সম্পর্ক বিশদ তথ্য তলব করল। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি মিলিয়ে একাধিক ব্যাঙ্কের বিপুল বিনিয়োগ রয়েছে আদানিদের বিভিন্ন কোম্পানিতে।
এদিকে, বিরোধীরা একযোগে দাবি তুলেছে আদানিদের (Adani) বিরুদ্ধে ওঠা শেয়ার জালিয়াতির ঘটনা নিয়ে তদন্তের জন্য সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে কমিটি (জেপিসি) গড়া হোক। পাশাপাশি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে গোয়েন্দা তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।
আজ সংসদে কংগ্রেস সহ ১৭টি বিরোধী দল একযোগে তদন্তের দাবিতে সরব হয়। রিজার্ভ ব্যাঙ্কের নোটিস জারি আজ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। তাদের বক্তব্য আদানিদের বিরুদ্ধে শেয়ারের দাম জালিয়াতির যে অভিযোগ মার্কিন সংস্থা হিন্ডেনবুর্গ রিসার্চ তুলেছে তার জেরে অনেক ব্যাঙ্কের ব্যবসা মার খেয়েছে শেয়ার বাজারে ধস নামায়। বিপুল ক্ষতি হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির। ব্যাঙ্ক এবং এলআইসির বিপুল বিনিয়োগ আছে আদানি গ্রুপে। আজও আদানিদের শেয়ারের দাম নিম্নগামী।
এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছে আরবিআই। তারা জানতে চায় কোন ব্যাঙ্কের কত টাকা ঋণ বাবদ আদানিদের কোম্পানিতে খাটিয়েছে। তা থেকে ক্ষতির পরিমান নির্ধারণ করে নিয়ামক ব্যাঙ্ক আরবিআই কোনও নির্দেশিকা জারি করবে বলে মনে করা হচ্ছে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বড় নির্দেশ, টেট তদন্তে সিবিআইকে জেরা করতে হবে তাদেরই অফিসারকে