Latest News

সোনালি শাড়ি-কালো কুর্তা, দীপিকা-রণবীরের রিসেপশনের সাজ দেখে মুগ্ধ ভক্তরা!

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের ছবি দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন সকলে। রিসেপশনে কেমন দেখাচ্ছে নবদম্পতিকে, দেখার জন্য অপেক্ষা ছিল সব মহলেই। শেষমেশ প্রতীক্ষার অবসান ঘটালেন বর নিজেই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেঙ্গালুরু রিসেপশনের সাজের ছবি শেয়ার করলেন রণবীর সিং।

ছবিতে দেখা যাচ্ছে, নববধূ দীপিকা সোনালি রঙের শাড়ি পরেছেন। সঙ্গে জমকালো সবুজ নেকলেস ও মাথায় সাদা ফুলের মালা। বিয়ের মতোই তাঁকে সাজিয়ে তুলেছেন ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী। এবং রণবীর পরেছেন বন্ধগলা কালো কুর্তা। ওপরে সোনালি কাজ করা। রোহিত বলের তৈরি পোশাকে দীপিকার চেয়ে কম আকর্ষণীয় লাগছে না তাঁকেও। দু’ঘণ্টার মধ্যে সে ছবিতে ২৪ হাজার লাইক পড়ে। রিটুইট করেন তিন হাজার জন।

দেখে নিন রণবীরের টুইট।

ইতালির বিয়ের মতোই বেঙ্গালুরুতেও দীপিকা-রণবীরের রিসেপশনে ছবি তোলা নিষেধ বলে ঘোষণা করেছিলেন তাঁরা। বুধবার সকাল থেকেই বেঙ্গালুরুর দ্য লীলা প্যালেস হোটেলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখানেই হচ্ছে রিসেপশনের অনুষ্ঠান। বুধবার দিনের বেলা অবশ্য শহরে ঘুরে বেড়িয়েছেন দীপিকা-রণবীর। কিন্তু পাপারাজ্জিরা গাড়ির পিছনের আসনে বসে থাকা নবদম্পতির কয়েকটি মাত্র ছবি তুলতে পেরেছেন।

গত কালই রণবীর ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। গত রাল সন্ধেয় ইতালির বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা।

গত ১৪ই নভেম্বর দক্ষিণ ভারতের কোঙ্কনি পদ্ধতিতে রণবীর ও দীপিকার বিয়ে হয়। তার পরের দিন, অর্থাৎ ১৫ই নভেম্বর উত্তর ভারতের সিন্ধ্রি পদ্ধতিতে তাঁরা বিয়ে করেন। তাঁরা বিয়ের মেহেন্দি অনুষ্ঠানেরও বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন।

দেখে নিন বিয়ের ছবির সেই টুইটগুলি।

You might also like