
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি (Ranji Trophy) ফাইনালের লক্ষ্যে বুধবার থেকে ইন্দোরে নামছে বাংলা (bengal) দল। বিপক্ষ দল মধ্যপ্রদেশ। গত মরসুমে বাংলা তাদের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার বদলার নেওয়ার পালা। তিন দশকেরও বেশি অতিবাহিত হয়ে গিয়েছে বাংলা রঞ্জি জেতেনি। এবার কি চাকা ঘুরবে?
কলকাতা থেকে দল রওনা হওয়ার আগে দলের ক্রিকেটারদের পেপ টক দিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি উপমা তুলে ধরেছেন আর্জেন্টিনা দলের। স্নেহাশিস বলেন, মেসিরা যদি ৩৬ বছর পরে বিশ্বসেরা হতে পারে, তা হলে তোমরা পারবে না কেন!
মধ্যপ্রদেশ গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন। এ বারেও দারুণ মেজাজে রয়েছেন ক্রিকেটাররা। বাংলাও এবার ভাল দল। অভিজ্ঞ মনোজ, অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণরা তো রয়েইছেন, পাশাপাশি দলের পেস আক্রমণ শক্তিশালী। মুকেশ, আকাশদীপ ও ঈশান পোড়েলরাও লড়াইয়ে জিততে প্রস্তুত। পাশাপাশি শাহবাজের মতো অলরাউন্ডার রয়েছেন। যিনি স্পিনের পাশে ব্যাটেও বাজিমাত করতে পারেন।
শিবিরে দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা তাতাচ্ছেন। তিনি দলের ক্রিকেটারদের নিজেদের খেলা খেলতে বলেছেন। বেশি চাপ নিতে নিষেধ করেছেন। দলের অধিনায়ক মনোজও টিম মিটিংয়ে বিপক্ষকে সমীহের পাশে নিজেদের শক্তি সম্পর্কেও অবহিত করেছেন।
ইস্টবেঙ্গলে আরও দু’বছর স্টিফেন! চুক্তি বাড়ল ক্লেটনের, টগবগ করছে লাল হলুদ