Latest News

Raniganj: বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গিয়ে ধর্ষিতা তরুণী! গ্রেফতার হরিয়ানার আত্মীয়

দ্য ওয়াল ব্যুরো: ঘরের সিলিং ফ্যান খারাপ হয়ে গিয়েছিল, এই গরমে ফ্যান ছাড়া থাকা যায়! উপায় না পেয়ে বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গিয়েছিলেন ১৯ বছরের তরুণী (Raniganj)। কিন্তু সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িওয়ালার এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন: দু’মাসের শিশুর হার্টে ফুটো, ধমনী সরু, জটিল অস্ত্রোপচারে বাঁচালেন এনআরএসের ডাক্তাররা

ঘটনাটি ঘটেছে রানিগঞ্জে (Raniganj)। শনিবার রাতে ঘরে ফ্যান না থাকায় বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গিয়েছিলেন ওই কলেজছাত্রী, অভিযোগ সেখানেই রাতে সুযোগ বুঝে কুকর্ম করে ওই বাড়িওয়ালার বাড়িতেই আসা এক আত্মীয়। সে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা বলে খবর।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই বাড়িওয়ালার আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। রাজ্যে যেভাবে দিনের পর দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে তাতে শঙ্কিত সকলে। জেলা হোক বা কলকাতা, একের পর এক ধর্ষণ, শিশুকে যৌন হেনস্থার মতো জঘন্য ঘটনা সামনে আসছে। সেই ধারাতেই এবার যোগ হল রানিগঞ্জ।

You might also like