Latest News

Ranbir Kapoor Alia Bhatt: বৃহস্পতিবারেই বিয়ে রণবীর-আলিয়ার! তারিখের গুঞ্জনে ইতি টানলেন নিকট আত্মীয়

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর আর আলিয়া ভাটের (Ranbir Kapoor Alia Bhatt) বিয়ের তারিখ প্রকাশ্যে এল। বিয়ের তারিখ নিয়ে মিডিয়ায় মুখ খুললেন আলিয়া ভাটের কাকা রবিন ভাট। তিনিই জানিয়েছেন আগামী সপ্তাহে ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিয়ে সেরে ফেলবেন রণবীর আলিয়া। তাঁদের নিয়ে বি-টাউনে চর্চার শেষ নেই। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছেন এই দুই তারকা। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রালিয়া।

আরও পড়ুন: হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় সন্তানের জন্ম দিলেন অন্ধ্রপ্রদেশের মহিলা

এপ্রিলেই রণবীর আলিয়া বিয়ে করবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। ধন্দ তৈরি হয়েছিল বিয়ের তারিখ নিয়ে। কারণ এ ব্যাপারে প্রথম থেকেই স্পিকটি নট দুই তারকা কিংবা তাদের পরিবার। কিছুদিন আগে পর্যন্ত কানাঘুষো শোনা যাচ্ছিল ১৭ এপ্রিল রবিবার বিয়ে করছেন রণবীর আলিয়া। কিন্তু তাঁদের বিয়ের তারিখ ১৭ নয়, ১৪।

আলিয়া ভাটের ঠাকুমার শারীরিক অবস্থা ভাল নয়। নাতনির বিয়ে সংসার দেখে যেতে চান তিনি। মূলত সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে। বিয়ের আসর বসবে মুম্বইয়ে রণবীরের পৈতৃক ভিটে আরকে হাউজেই। বিয়ের প্রস্তুতি এখন সেখানে তুঙ্গে।

রণবীরের মা নীতু কাপুর এই বিয়ে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। বউমা হিসেবে আলিয়াকে যে তাঁর দারুণ পছন্দ, রণবীর আলিয়াকে একসঙ্গে যে দারুণ মানায় সে কথাই বারবার বলেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, তিনি মনে প্রাণে চাইছেন সবকিছু ভালয় ভালয় মিটে যাক। তাড়াতাড়ি বউ হয়ে তাঁদের ঘরে আসুন আলিয়া।

You might also like