Latest News

দাদার বায়োপিকে রণবীর? স্ক্রিপ্ট পড়তে মুম্বই গেছেন মহারাজ

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই নিজের বায়োপিকের কাজের জন্য মুম্বই গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানে চিত্রনাট্য পড়ার কাজে ব্যস্ত রয়েছেন তিনি।

তারমধ্যেই সৌরভের বায়োপিকে (biopic) তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা আরও দানা বাঁধল। বি টাউনের হাওয়ায় ভাসছে, রণবীর কাপুরই (Ranbir Kapoor) পর্দার পিচে স্টেপ আউট করে বাপিকে বাড়ি পাঠাবেন।

বেশ কিছুদিন ধরে জল্পনা হাওয়ায় ভাসছিল। শোনা যাচ্ছিল হৃত্বিক রোশন ও রণবীর কাপুরের নাম। তবে সৌরভ নিজে বলেছিলেন, তাঁর চরিত্রে রণবীরকেই ভাল মানাবে। শেষ পর্যন্ত সেই নামেই হয়তো সিলমোহর পড়তে চলেছে।

২০২১ সালের গোড়ায় সৌরভ নিজেই তাঁর বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন। লিখেছিলেন, ক্রিকেটই তাঁর জীবন গড়ে দিয়েছে। এবার সেই জীবন নিয়ে তৈরি হবে সিনেমা। আপাতত ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে। এবার শ্যুটিং শুরুর অপেক্ষা।

সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন তা যেমন কৌতূহলের সেইসঙ্গে এও কৌতূহল ডোনা বা সানার চরিত্র কারা করবেন। এমনিতে সৌরভ গঙ্গোপাধ্যায় মানে ভারতীয় ক্রিকেটে কামব্যাক কিংবদন্তি। তাঁর টিম থেকে বাদ পড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল গ্রেগ চ্যাপেলের। কৌতূহল রয়েছে, সেই চরিত্রে কে অভিনয় করবেন।

লাভ ফিল্মস এই ছবির প্রযোজনা করছে। সংস্থার মালিক লাভরঞ্জনই সৌরভের বায়োপিকের পরিচালক কি না তাও এখনও স্পষ্ট নয়।

পর্দায় নাচছেন শাহরুখ, হলে নাচছে জনতা! চার বছর পর বাদশার চেনা আবেগে উত্তাল দেশ

You might also like