Latest News

Ranbir Alia Wedding: বিয়েতে লাল নয়, অন্য আভিজাত্যে সাজলেন রণবীর-আলিয়া! দেখুন নবদম্পতির আরও ছবি

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ের পর একগুচ্ছ ছবি প্রকাশ্যে এল। আলিয়া ভাট নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই সমস্ত ছবি (Ranbir Alia Wedding)। লাল নয়, বিয়েতে রণবীর আলিয়া দুজনেই সেজেছেন অন্য এক আভিজাত্যে। অফ হোয়াইট রঙের শেরওয়ানি আর ল্যাহেঙ্গায় নবদম্পতির সেসব ছবি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ বিয়ে সেরে ফেলেন রণবীর আলিয়া। রণবীরের পৈতৃক ভিটে আরকে হাউজে বসেছিল সেই বিয়ের আসর। বিয়েতে খুব একটা বেশি অতিথি সমাগম হয়নি। শোনা যাচ্ছে রিসেপশনে চাঁদের হাট বসবে। ইন্ডাস্ট্রির অনেককেই দেখা যাবে ‘রালিয়া’র রিসেপশনে।

এদিন আদ্যোপান্ত হিন্দু ধর্মমতে বিয়ে করেছেন রণবীর আলিয়া। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে, ছাদনাতলায় সাতপাক ঘুরেছেন যুগল। বিয়ের মণ্ডপে রাখা ছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি।

রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধে দেন করণ জোহর। বিয়েতে হাজির ছিলেন কাপুর খানদানের সকলেই। করিনা কাপুর, সইফ আলি খানদের দেখা গেছে তৈমুর আর জেহকে নিয়ে। করিশ্মাও ছিলেন ভাইয়ের বিয়ের আসর আলো করে।

মহেশ ভাটের রাজকীয় সাজও তাক লাগিয়েছে সকলকে। মেয়ের বিয়েতে তিনিও সেজেছেন অফ হোয়াঈ রঙের শেরওয়ানি ও পাগড়িতে।

দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে উঠেছেন রণবীর আলিয়া। তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। অধীর আগ্রহে ভক্তরা সেই ছবির জন্য অপেক্ষা করে আছেন।

You might also like