Latest News

Ranbir Alia wedding: রণবীরের বিয়েতে এলেন করিনা, করিশ্মা, মেহেন্দি-সঙ্গীতে জমজমাট আরকে হাউজ

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর আলিয়া ভাট (Ranbir Alia wedding)। মুম্বইয়ের আরকে হাউজে এখন সাজো সাজো রব। আজই ‘রালিয়া’র মেহেন্দি, সঙ্গীতের আসর বসবে সেখানে। বিয়ে হবে কাল। সেই সূত্রেই দেখা গেল একে একে আরকে হাউজে হাজির হচ্ছেন বিয়ের অতিথিরা। করিনা কাপুর আর করিশ্মা কাপুরদের একসঙ্গেই মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল।

আরও পড়ুন: বোতলে প্রস্রাব করে সেটাই খেতে হয়, দেওঘর দুর্ঘটনায় আটকে পড়াদের ভয়ংকর অভিজ্ঞতা

করিনা, করিশ্মা দুজনেই সম্পর্কে রণবীরের দিদি (Ranbir Alia wedding)। ভাইয়ের বিয়েতে তাঁরা থাকবেন না সে তো হতেই পারে না। বুধবার সকাল সকাল সেজেগুজে আরকে হাউজে পৌঁছে গেছেন দুই বোন। রুপোলি শাড়িতে নজর কেড়েছেন করিনা।

Ranbir Kapoor, Alia Bhatt Wedding

রণবীর কাপুরের পৈতৃক বাড়িতেই বসছে বিয়ের আসর। শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে বিশাল কিছু জাঁকজমক থাকছে না। হাতে গোনা কয়েকজন নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ে সারছেন রণবীর আলিয়া। তবে রিসেপশনে চমক থাকবে বলে শোনা যাচ্ছে। সেখানে অতিথি সংখ্যাও অনেক।

রণবীর আলিয়ার মেহেন্দির দিন করিনা, করিশ্মারা ছাড়াও অতিথি হিসেবে রয়েছেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু তথা বলি পরিচালক অয়ন মুখার্জী। তাঁর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন রণবীর আলিয়া। শিগগিরই মুক্তি পাবে সেই ছবি। ছবির পোস্টার পোস্ট করে হবু দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অয়ন।

You might also like