
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের (Rampurhat Violence) স্মৃতি এখনও টাটকা! পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘিরে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। এই ঘটনার সূত্র ধরেই রবিবার ভাদু শেখের (Bhadu Sekh) বাড়িতে তল্লাশি চালায় সিবিআই দল (CBI)।
সিবিআই সূত্রে খবর, গতকাল ভাদু শেখের বাড়িতে তিন ঘন্টা তল্লাশি চালানো হয়েছে। ভাদু শেখের বাড়িতেই ছিল তাঁর অফিস। সেই অফিসে তল্লাশি চালিয়ে একটি সবুজ ও একটি কালো কভারের ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি একটি নোটবুকও বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার দুপুর নাগাদ ভাদু শেখের বাড়িতে যায় সিবিআই দল। পরিবারের সদস্যদের বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। এছাড়াও ভাদু শেখের বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন তাঁরা।
জানা গেছে, ছয়টি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারী দলের সদস্যরা। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, কারা খুন করেছিল সেই বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে সিবিআই।
ট্রেনের ধাক্কায় ষাঁড়ের মৃত্যু, বনগাঁ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ