Latest News

রামিজের হুমকি ভারতীয় বোর্ডকে, ‘‘ওরা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না এলে আমরাও বিশ্বকাপ খেলব না’’

দ্য ওয়াল ব্যুরো: ভালই লেগে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) মধ্যে। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের সভাপতি থাকাকালীন সিদ্ধান্ত হয় পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। সেই সিদ্ধান্তই বহাল থাকছে। বরং বিসিসিআই-র ওই সিদ্ধান্তের জেরে এবার পাক ক্রিকেট বোর্ডও কড়া পদক্ষেপ নিতে চলেছে।

বুধবার পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ও ২০৩১ সালে আইসিসি আসরে পাক দল অংশ নাও নিতে পারে।

চাকদহ এক্সপ্রেসের শুটিংয়ে ইডেনে বিরাট-পত্নী, মধ্যাহ্নভোজ সারলেন ঝুলনের সঙ্গে

সম্প্রতি বিসিসিআই-র সচিব জয় শাহ বলেছেন, এশিয়া কাপ পাকিস্তানে হলে সেখানে খেলবে না ভারতীয় দল। কারণ সীমান্তে সমস্যা রয়েছে, সেই পরিস্থিতিতে পাক মাটিতে যাবে না দল। জয় আবার এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। তাই তাঁর বক্তব্য নিয়েও বিতর্ক রয়েছে।

বুধবার পিসিবির তরফে বলা হয়েছে, জয় শাহ যা মন্তব্য করেছেন, তা আমাদের হতাশ করেছে। তিনি যদি এমন কথা বলেন, সেক্ষেত্রে আমাদেরও বিকল্প ভাবনা ভাবতে হবে।

পাক বোর্ডের তরফে বলা হয়েছে, ১৯৮৩ সালে এশীয় ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছিল। যে সংস্থার মূল দর্শন ও স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী জয় শাহের এই মন্তব্য।

২০১২ সালে শেষবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়। পাক দল ভারতে এসেছিল। টিম ইন্ডিয়া ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে শেষবার পাকিস্তান সফরে যায়। ২০০৯ সালে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজও ছিল। কিন্তু মুম্বই হামলার পরিপ্রেক্ষিতে তা বাতিল হয়ে যায়।

You might also like