Latest News

মঙ্গলবার অযোধ্যায় যোগী আদিত্যনাথ, রামের মূর্তি নির্মাণ নিয়ে ঘোষণা হতে পারে

দ্য ওয়াল ব্যুরো : এবারের দেওয়ালিতে তিন দিনের উৎসব হচ্ছে অযোধ্যায়। মঙ্গলবার সেই উপলক্ষে অযোধ্যায় যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের স্ত্রী কিম ইউং । এদিনই যোগী অযোধ্যায় রামচন্দ্রের মূর্তি নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। শোনা যাচ্ছে, গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি যত উঁচু, অযোধ্যার রামের মূর্তিও ততখানিই উঁচু হবে ।

গত বছরেই রামের মূর্তি নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার।  কিন্তু এসম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। একটি সূত্রে খবর, সরকার মূর্তির জন্য জমি অধিগ্রহণ করবে। কিন্তু মূর্তি নির্মাণের পুরো খরচ দেবে না। সেজন্য চাঁদা তোলা হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় সরযূ নদীতে ভাসানো হবে ৩ লক্ষ প্রদীপ। গতবছর ভাসানো হয়েছিল ১ লক্ষ ৭০ হাজার । দেশ জুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সম্প্রতি রামমন্দির নির্মাণের দাবি ফের জোরের সঙ্গে তুলে ধরেছে। এই প্রেক্ষিতে অযোধ্যায় দেওয়ালি সেলিব্রেশনও পেয়েছে নতুন মাত্রা। অন্যান্যবারের তুলনায় এবারের জাঁকজমক অনেক বেশি হচ্ছে।

You might also like