
দ্য ওয়াল ব্যুরো : ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের বয়স ৬৬। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৪৬। কিন্তু মঙ্গলবার বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন রমন সিং।
আগামী মাসেই নির্বাচন হবে ছত্তিশগড়ে। রমন সিং এদিন যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান। বয়সে যেমন, রাজনীতিতেও রমন সিংয়ের চেয়ে অনেক ছোট যোগী আদিত্যনাথ। সেই ১৯৭০ সালে ছাত্র অবস্থায় রমন সিং যোগ দিয়েছিলেন ভারতীয় জনসঙ্ঘে। যোগী আদিত্যনাথের জন্মই হয়েছে ১৯৭২ সালে। কিন্তু তিনি গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত। তাই বয়সে অনেক বড় ব্যক্তিরাও কেউ কেউ তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথগ্রহণ অনুষ্ঠানের সময়েও অনেক বিজেপি নেতাকে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল।