Latest News

২৪-এর ভোটের মুখে খুলে যাবে অযোধ্যার রাম মন্দির, জানাল ট্রাস্ট

দ্য ওয়াল ব্যুরো: হিসাব মতো ২০২৪-এর এপ্রিল-মে মাস নাগাদ হওয়ার কথা পরবর্তী লোকসভা নির্বাচন। সেই ভোটের মাস তিন-চার আগে খুলে যাবে অযোধ্যায় (Ayodhya) নির্মীয়মাণ রাম মন্দির (Ram Mandir)। তার আগে ২০২৪-এর জানুয়ারিতে মকর সংক্রান্তিতে রামলালার মূর্তি নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে ওই মূর্তির পুজো চলছে অস্থায়ী মন্দিরে। অস্থায়ী মন্দিরের পাশেই তৈরি হচ্ছে রাম মন্দির।

২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা বিবাদ মামলার নিষ্পত্তি করে দিয়ে বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে। পরের বছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রাম মন্দিরের শিলান্যাস করেন। গত রবিবার সেখানেই দীপোৎসবের উদ্বোধন করেন মোদী।

Up News Ayodhya, Mint Will Evaluate Of Donated Gold And Silver Jewellery To  Ram Temple Ann | Ayodhya: भारत सरकार की संस्था मिंट करेगी राम मंदिर को दान  में मिले सोने-चांदी का

আজ রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সদস্য চম্পৎ রাই সাংবাদিকদের নির্মীয়মান মন্দির চত্ত্বর ঘুরিয়ে দেখান। তিনি জানান, ৫০ শতাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ ২০২৪-এর জানুয়ারির গোড়ায় শেষ হয়ে যাবে। ওই মাস থেকেই ভক্তরা রাম মন্দির দর্শন করতে পারবেন। প্রতিদিন আড়াই লাখ পূণ্যার্থীর মন্দির দর্শনের সুবিধার কথা মাথায় রেখে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৪-এর আগে নতুন রাম মন্দির বিজেপির জন্য নতুন অস্ত্র হতে চলেছে। কারণ, রাম মন্দির নির্মাণ আন্দোলনকে হাতিয়ার করেই পার্টি আজ গোটা দেশ শাসন করছে। মন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা হিন্দু ভোট ব্যাঙ্ক অক্ষত রাখার পক্ষে বড় ভূমিকা নেবে, মনে করছে দলও।

At Ayodhya Bhoomi Pujan, Modi Became All-in-One; Proper Rituals Not  Followed, Allege Pundits

এদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকাল থেকে অযোধ্যায় কাটিয়েছেন। তিনি সাধুসন্তদের মধ্যে উপহার সামগ্রী বিলি করেন। রাম মন্দির আন্দোলনের সঙ্গে ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়ে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পরই অযোধ্যায় দীপোৎসবকে বিশাল আকার দেওয়া হয়েছে। দীপাবলি উপলক্ষেও ক্রমশ ভক্তের গন্তব্য হয়ে উঠছে অযোধ্যা।

You might also like