Latest News

রাজীব গান্ধী বিশ্বভারতীর পড়ুয়াদের বলেছিলেন, মমতাকে দেখো শেখো: শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati) যেভাবে চলছে তা নিয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার পর তাঁর বাড়ির উঠোনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানালেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের।

কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টানেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) কথা। তিনি বলেন, ‘আমি একবার রাজীব গান্ধীর সঙ্গে এখানে এসেছিলাম। ছাত্রছাত্রীদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করার সুযোগ হয়েছিল। সেইসময়ে রাজীব গান্ধী ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেন, তোমাদের আইকন কে? তাঁরা মুখ চাওয়াচাওয়ি করছিলেন। তখন রাজীব গান্ধী বলেন, মমতাকে দেখে শেখো।’

‘এত নিরাপত্তার পরেও জঘন্য ঘটনা ঘটেছে, পর্ষদ কী করবে’, কুন্তলের বাড়িতে ওএমআর শিট প্রসঙ্গে গৌতম

মুখ্যমন্ত্রী এদিন কারও নাম করেননি ঠিকই। তবে উদ্দেশ্য কে তা স্পষ্ট করে দিয়েছেন। অমর্ত্যবাবুর বাড়িতে বসেই বিশ্বভারতীর উপাচার্যর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেইসঙ্গে এও বলেছিলেন, ‘গৈরিকীকরণ করতে গিয়ে খালি মাছির মতো ভ্যান ভ্যান করছে।’ পরে বলেন, ‘বিশ্বভারতীতে গৈরিকীকরণের লেফট-রাইট প্যারেড করা বন্ধ হোক।’

মমতার কথায়, যেভাবে বিশ্বভারতী চলছে তেমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেননি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মুক্ত শিক্ষাঙ্গন। এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। যেন বাংলার বাইরের অঞ্চল। কেন হবে এটা?

সরাসরি এদিন বিজেপিকেও হুঁশিয়ারি দেন মমতা। জমি সংক্রান্ত সংঘাতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ল্যান্ড রেকর্ডের নথিও নোবেলজয়ীর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি মমতা বলেন, ‘ওরা কী ভেবেছে? বিজেপি করলে সাত খুন মাফ আর অন্য কেউ করলে বন্ধ ঝাঁপ? আজকে এসে ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম। এরপরও অক্কা না হলে দেখছি। আগামী চার দিন আমি বীরভূমেই আছি।’  

You might also like