
দ্য ওয়াল ব্যুরো: সংসারে অশান্তি। বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলেন তরুণী। চার সন্তান নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। ঝাঁপ দিয়েছিলেন কুয়োয়। কিন্তু ভাগ্যের পরিহাসে হল হিতে বিপরীত। সন্তানরা (Children) সকলেই কুয়োর জলে ডুবে মরল, একা বেঁচে গেলেন মা (Mother)!
ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) আজমের জেলায়। ওই তরুণীর নাম মাতিয়া। বয়স ৩২ বছর। তাঁর স্বামী বোদুরাম গুর্জর পেশায় কৃষক। শুক্রবার মাতিয়া তাঁর চার সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়েছিলেন কুয়োয়। চারজনের মধ্যে এক সন্তারে বয়স মাত্র ১ মাস। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মঙ্গোলিয়াওয়াস থানার পুলিশ। তরুণীকে জীবিত অবস্থায় উদ্ধার করে তারা। কিন্তু তার চার সন্তানেরই মৃত্যু হয়েছে বলে খবর।
মৃতরা হল চার বছরের কোমল, তিন বছরের রিঙ্কু, ২২ মাসের রাজবীর এবং ১ মাসের দেবরাজ। শুক্রবার রাতেই তিনটি বাচ্চার দেহ উদ্ধার করা হয়েছিল। ১ মাসের দেবরাজের দেহ উদ্ধার হয় শনিবার সকালে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন: ৭ বছরে অপহৃত, ৯ বছর ধরে চিরুনি তল্লাশি মুম্বই পুলিশের, ঘরে ফিরল কিশোরী