
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আরও একটি মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজারহাটের (Rajarhat) যুবকের অস্বাভাবিক মৃত্যু মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
২০২১ সালের ১৪ এপ্রিল রাজারহাট থানা এলাকায় রাস্তার ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। সেই মৃত্যু মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। মৃত যুবকের নাম জিয়াউর রহমান।
অভিযোগ, ওই যুবকের জেসিবি মেশিন ছিল। তিনি মাটি কাটার ঠিকাদারি করতেন। এক উপপ্রধান তাঁর থেকে তোলা চেয়েছিলেন। তিনি দিতে অস্বীকার করায় তাঁর উপর হামলা হয়েছিল মৃত্যুর সাত দিন আগে। মৃতের পরিবারের অভিযোগ, ৭ এপ্রিল জিয়াউরের উপর কিছু যুবক এসে হামলা করে। মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় টাকা দিতে হবে।
এরপর পুলিশে অভিযোগ জানালেও ব্যবস্থাগ্রহণ হয়নি বলে অভিযোগ। পুলিশ ওই মৃত্যুর ব্যাপারে রিপোর্ট দেয়, পথদুর্ঘটনা। ময়নাতদন্তেও তাই উঠে আসে বলে রিপোর্ট জমা দেয় পুলিশ। কিন্তু এক চিকিৎসক সেই রিপোর্ট দেখে কোর্টে বলেন, ভারী কিছুর আঘাত ছিল জিয়াউরের মাথায়।
এদিন আদালত বলেছে, এই মৃত্যুর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। শুধু মৃত্যুর তদন্ত নয়। আদালত বলেছে, এই সময়ে পুলিশের ভূমিকা কী তাও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। ওইদিনই এই মামলার শুনানি হবে।
এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারমধ্যে রয়েছে বগটুই, ভাদু শেখকে গুলি করে হত্যা এবং ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনা। এদিন ফের একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
কর ঘোষণায় ভেজাল, ‘২ লাখ দিয়ে আড়াই কেড়ে নিয়েছে’, বোঝানোর চেষ্টা মমতার