Latest News

সপ্তাহ শেষে বর্ষা ঢুকবে রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল ভালোই। আন্দামান ও কেরলে সময়ের আগেই ঢুকে পড়েছিল বর্ষা। তাই দেখে আশায় বুক বাধছিল পশ্চিমবঙ্গও। কিন্তু কাছে এসেও যেন চৌকাঠ ডিঙোতে চাইছে না বর্ষা। তাই এখনও প্যাচপেচে গরমে কাহিল শহুরে নাগরিক।

আজ-কালের মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে ৷ কিন্তু বর্ষার মতিগতি দেখে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহ শেষে বর্ষা ঢুকবে রাজ্যে ৷ ফলে শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর গরম ভোগ করতে হবে কলকাতাবাসীকে ৷ তবে এর মধ্যে কলকাতা-সহ দঃবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের হাত ধরেই শহরে পা রাখবে বর্ষা ৷ তার আগে অবশ্য উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি ৷ আগামিকাল থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে ৷

 

 

You might also like