
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার পূর্বাভাস ছিলই, অক্ষরে অক্ষরে সেটাই ফলতে শুরু করল। অষ্টমীর রাতেই গর্জন শুরু হল মেঘের, ভিজল কলকতা ও শহরতলি (Rain)।
ঢাক বাজাচ্ছে ইউভান, শুভশ্রী বলছেন ‘ওয়েল ডান’, মজার ভিডিও শেয়ার করলেন রাজ
অষ্টমীর সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়নি। তবে রাত গড়াতেই মেঘের গর্জনে কানে তালা লাগার জোগাড়। সেই সঙ্গে বৃষ্টি। মাঝরাতে সন্ধিপুজো চলাকালীন ভিজেছে কলকাতা। বিপাকে পড়েছেন রাত জেগে ঠাকুর দেখতে বেরনো মানুষজন।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে অষ্টমী থেকে বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুরের হাওয়া অফিস। বলা হয়েছে নবমী এবং দশমী, পুজোর শেষ দু’দিনেও দাপিয়ে ব্যাটিং করবে বিদায়ী বর্ষা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দু’দিন।
নবমী আর দশমীতে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা যাঁরা করেছিলেন তাঁরা অনেকেই হতাশ হয়ে তা বাতিল করে দিচ্ছেন, কারণ অষ্টমী রাতে যদি এমন বাজ পড়ে, বৃষ্টি হয়, তবে পুজোর শেষ দু’দিন ভাসতে পারে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ, আগেই জানিয়ে রেখেছে হাওয়া অফিস। নবমীর সকালে অবশ্য আকাশের মুখ ভার নয়, বরং রোদ উঠেছে। তবে বেলা গড়ালে কী হবে তা বলা যায় না।