
দ্য ওয়াল ব্যুরো: বর্ষার (Monsoon) বৃষ্টিতে (Rain) এবছর খানিক ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। এবার তাও মিটতে চলেছে। সৌজন্য নিম্নচাপ (Weather)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। দক্ষিণবঙ্গের উপর দিয়েই তা বিস্তৃত। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশের উপর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি থেকে উত্তর ওড়িশার কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস। বৃষ্টি বেশি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে প্রধানত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে ফের বৃষ্টি নামতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আকাশের মুখ ভার, ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ, নিম্নচাপেও আশা জাগবে কি?