
দ্য ওয়াল ব্যুরো: শেষ শীতের (Winter) রেশটুকু ফুরিয়ে আসতে না আসতেই ফের বৃষ্টির (Rain) ভ্রূকুটি বাংলাজুড়ে (Bengal)। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণেও আবার বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া (Weather) দফতর।
কাঁথি, ভাটপাড়ায় নিরাপত্তার অভাবের অভিযোগ বিজেপি প্রার্থীদের, রিপোর্ট চাইল আদালত
বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের প্রায় সব জেলাই ভিজবে আগামী দুদিন। সেই সঙ্গে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে।
হাওয়া অফিস সূত্রের খবর বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। বৃষ্টির দাপট বাড়বে শুক্রবার। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় বৃষ্টি চলবে শনিবারও।
এদিকে পাহাড়ে বৃষ্টির দাপট বাড়বে কাল থেকেই। দার্জিলিং, কালিম্পংয়, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে।
উত্তর পশ্চিম ভারত থেকে পূবে এগিয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাঞ্জাব ও রাজস্থানের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এসবের মিলিত প্রভাব পড়ছে বসন্তমুখী বাংলার উপর।